নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৫ মে ২০১৯:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (২৫ মে) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকার মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়া এলাকার আবু তাহের (৬০) ও একই এলাকার বিল্লাল উদ্দিন (৪০)। আহতরা হলেন- ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০) ও জুম্মান (২৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নিহত হন। আহত অন্যান্যদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।