নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার , ২৬ মে ২০১৯:
নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ডেকে নিয়ে সজিব (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুমন নামে আরেকজন আহত হয়েছে বলে জানান পুলিশ। নিহত সজিব মাধবদী পৌর শহরের উত্তর বিরামপুর এলাকার হযরত আলীর ছেলে ও আহত সুমন একই এলাকার সিলেটি ফজলুল হকের ছেলে।
নিহতের স্বজনারা কর্মস্থলের বরাত দিয়ে জানায়, শনিবার (২৫ মে) রাত ৮ টার দিকে সজিবকে ভগিরথপুর এলাকার নিলা ডাংই থেকে বন্ধু সুমন মুঠোফোনে ডেকে নেয়। পরে রাত সাড়ে ৯টায় দিকে মেহেরপাড়া ইউনিয়নের দিঘীরপাড় (গেনেরবাজার) এলাকায় তাকে বন্ধুরা ছুরিকাঘাত করে রক্তাক্ত যখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তার অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সজিবের মৃত্যু হয়। এদিকে এঘটনায় সুমনও গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে বলে জানান তার স্বজনরা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, নিহত সজিবের লাশ রাতেই ময়না তদন্তের জন্য নরসংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে রবিবার নিহতর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।