স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ৩০ মে ২০১৯:
নরসিংদীর মাধবদীতে বেপোরােয়া বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরােহী নিহত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নরসিংদী – মদনপুর আঞ্চলিক সড়ক (সাবেক পুরাতন রেল লাইন) ফায়ার সার্ভিস এর চৌরাস্তায় বাইসাইকেল আরােহীকে বালুবাহী ড্রামট্রাক ঢাকা মেট্রাে ট ১৫-০০৫৯ চাপা দিলে ঘটনাস্থলে আ: রহমান (২২) নামক যুবক নিহত হয়। সে মহিষাশুড়া ইউনিয়নর দরগাকান্দা গ্রামের মাতালিবের ছেলে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহের দেওয়ান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় নরসিংদী থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রামট্রাক শান্তির বাজারের দিকে যাওয়ার সময় মাধবদী থেকে সাইকেল আরােহী চৌরাস্তা অতিক্রম করার সময় ড্রামট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে মাধবদীর থানা পুলিশ লাশের সুরতহাল রিপাের্ট তৈরী করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরন করে ও বালুবাহী ড্রামট্রাকটিকে আটক করে। গাড়ীর ডাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।