নিজস্ব প্রতিবেদক | নরসিংদী-
সোমবার,০৩ জুন ২০১৯:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ “হৃদয়ে আমাদের নরসিংদী” এর উদ্যোগে নরসিংদীর দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড় ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
নরসিংদী সার্কিট হাউজে সোমবার (৩ জুন) বিকালে প্রায় দুইশত মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় হৃদয়ে আমাদের নরসিংদীর সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল বিন হাসানাত, এডভোকেট খন্দকার আতাউর রহমান, এডভোকেট মো: মনির হোসেন, ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।