খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৪ জুন ২০১৯: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে একটি সামাজিক সেবামূলক সংগঠন সুখায়ূ উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাধবদীতে শেখেরচর মাজার বাসস্ট্যান্ড সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে সংগঠনির কার্যালয়ে তা বিতরণ করা হয়।
সুখায়ূ’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন এ মাংস বিতরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একে একে সারিবদ্ধভাবে প্রায় তিনশ গরীব অসহায় পরিবারের হাতে দুই কেজি পরিমান গরুর মাংস তুলে দেয়া হয়। এর পরিচালনা ছিলেন কো-চেয়ারম্যান আলহাজ্ব সাহাদাত হোসেন ও সেক্রেটারী হাজী আহসান হাবীব রোমান সহ সুখায়ু’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।