স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ৫ জুন ২০১৯:
উইকেটে সেট হয়েছিলেন প্রায় সবাই। কিন্তু একমাত্র সাকিব আল হাসান ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আর তাতে শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন সাকিব। এছাড়া সৌম্য ২৫, তামিম ২৪, মুশফিক ১৯, মিঠুন ২৬, মাহমুদউল্লাহ ২০, মোসাদ্দেক ১১, মিরাজ ৮, মাশরাফি ১ ও সাইফুদ্দিন ২৯ রান করেন।
সৌম্য সরকার (২৫) ও তামিম ইকবালের (২৪) পর মুশফিকুর রহিমের (১৯) রান আউটে চাপে পড়া বাংলাদেশকে একপ্রান্ত আগলে রেখে পথ দেখাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ৩১ তম ওভারের দ্বিতীয় বলে গ্র্যান্ডহোমের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেছেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা সাকিব।
এরপর আর চাপ সামলে উঠতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ব্যাট হাতে ঝড়ও তুলতে পারেননি মোসাদ্দেক মাহমুদউল্লাহরা।
এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিউইদের পক্ষে ম্যাট হেনরি সর্বোচ্চ ৪টি, বোল্ট ২টি, ফার্গুসন, গ্র্যান্ডহোম ও মিচেল সান্টনার ১টি করে উইকেট নেন।