স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ১০ জুন ২০১৯:
প্রীতি ম্যাচে হন্ডুরাসের জালে গোল উৎসব করে ০-৭ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
রবিবার রাতের ম্যাচটিতে জোড়া গোল করেন গাব্রিয়েল জেসুস। এছাড়া একটি করে গোল ফিলিপে কৌতিনিয়ো, চিয়াগো সিলভা, দাভিদ নেরেস, রবের্তো ফিরমিনো ও রিশার্লিসনের।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস। আর ১৩তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন চিয়াগো।
৩৭তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো।
বিরতির পর সতীর্থের বাড়ানো বলে রিশার্লিসন হেড করার পর কোনাকুনি শটে আবারও লক্ষ্যভেদ করেন জেসুস। পরের মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আয়াক্সের ফরোয়ার্ড নেরেসের দারুণ গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে সুযোগ নষ্টের পরপরই প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যাওয়া বল জালে পাঠান ফিরমিনো। এর পাঁচ মিনিট পর টোকায় জাল খুঁজে নেন ফরোয়ার্ড রিশার্লিসন।
আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা।