নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৪ জুন ২০১৯:
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় চোরের উপদ্রব লক্ষ্য করা যায়। আহতদের উদ্ধারের বদলে অনেক সুযোগ সন্ধানী ব্যক্তিদের ট্রেনের বগির ভেতর বা আশপাশে পড়ে থাকা মালামাল নিয়ে যেতে দেখা যায়।
রোববার (২৩ জুন) রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ার ঘটনা ঘটে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়। এতে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। আহত বা নিহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভিবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। আহতের সংখ্যা শতাধিক। অনেকে অ্যাম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।
এদিকে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি উয়ারদৌস হাসান।