নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৪ জুন ২০১৯: নরসিংদীর মাধবদীতে দলীয়অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৩ জুন) রাতে মাধবদীর ম্যানচেষ্টার চত্বরে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম সেলিম সিকু, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মনিরুজ্জামান ভূইয়া, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খান, সদর উপজেলা শ্রমিকলীগের নব-নির্বাচিত সভাপতি আনিসুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক সোহেল প্রধান, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মো: মাসুদ রানা প্রমূখ।
নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক ডা: আলাল এর সঞ্চালনায় সদর উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মাধবদী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।