নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯:
সাউদাম্পটনে বিশ্বকাপের ৩১তম ম্যা
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম তরিকুল ইসলাম এর নির্দেশে গাজীপুর সদর উপজেলাধীন তেলিয়াপাড়া ইউনিয়নে ড্রাগ এক্ট, ১৯৪০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার ২৪ জুন মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। মোবাইল কোর্ট পরিচালনাকালে গ্রামো ফার্মাসিউটিক্যালস নামক একটি ইউনানী ওষুধ ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরী, ওষুধের বোতলের গায়ে প্যাকেজিং এর সাথে সাথে লেবেলিং না করে বিক্রয় সুবিধাজনক সময়ে লেবেলিং করা,অনুমতিবিহীন উপাদান দ্বারা ওষুধ তৈরী, লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ইত্যাদি অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেয়া হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।