আড়াইহাজার থেকে | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৯ জুন ২০১৯: স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, উন্নয়ন অগ্রগতি আর শিক্ষা-দীক্ষায় আড়াইহাজার হবে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা। এ উপজেলার সকল প্রান্তের মানুষ গ্রামে থেকে শহরের সুযোগ সুবিধা ভোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইহাজারবাসীর জন্য পর্যাপ্ত বরাদ্ধ দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। তার দক্ষ নেতৃত্বে শুধু আড়াইহাজারই নয় সারা বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীকে বিস্মিত করেছে। শুক্রবার(২৮জুন) বিকেলে ৬৮ লাখ টাকা্ ব্যয়ে নির্মিত নাগেরচর-ঝাউগড়া এবং মাঝেচর এলাকার দুইটি সংযোগ সড়ক উদ্বোধন শেষে আড়াইহাজার পৌরসভা কর্তৃক আয়োজিত নাগেরচর মাঠে অনুষ্ঠিত এক জনসভায় সাংসদ এসব কথা বলেন। পৌর মেয়র আলহাজ সুন্দর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রোমান, যুবলীগের সাবেক সভাপতি ফরিদ পাশা, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, নাঈম আহম্মেদ মোল্লা, আমির হোসেন, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, বশিরউল্লাহ, জাকির হোসেন, উদয়ন চন্দ্র বিশ্বাস, হাতেম আলী, রাশেদুজ্জামান রনি, অহিদুজ্জামান, ভিপি শফিকুল ইসলাম শরীফ, রাকিবুল হাসান প্রমুখ।