মো: সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৯ জুন ২০১৯:
নরসিংদীর পলাশ উপজেলার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্পন্ন হয়েছে। ফাইনালে বঙ্গবন্ধু কাপে সুলতানপুর টি এস সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর চন্দন দক্ষিন পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং বঙ্গমাতা কাপে চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাবান বিল পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
২৯ জুন শনিবার বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াছমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারহানা আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লা, সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুজী, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুমুদ রঞ্জন দেবনাথ প্রমুখ।