নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ৩০ জুন ২০১৯: মুক্তিযুদ্ধ কর্নার ও কর্মসংস্থান নরসিংদী (জব কর্নার) সর্ম্পকিত এক মত বিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য রাখেন যুগ্ন সচিব ড. মো: জিয়াউল হক, মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো: সাইদুর রহমান, সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার আল কবির সিদ্দীকি, স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব-উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, এটুআই প্রতিনিধি শামীম কিবরিয়াসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধি বৃন্দ।
অতিথিগণ জেলার বেশ কয়েকটি স্কুল কলেজের মুক্তিযুদ্ধা কর্নার ও প্রাণ আর এফ এল কোম্পানীর ঘোড়াশাল শাখার জব কর্নার পরিদর্শন করেন।