নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০২ জুলাই ২০১৯: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬জন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ রঞ্চু মিয়া,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আকরামুল ইসলাম, মোঃ স্বপন, মোঃ শফিকুল ইসলাম মোঃ আরিফ হোসেন।
সোমবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ২শত ২১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের আদেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহাবুব, মোঃ বাবুল আহমেদ, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহাদত হোসেনসহ সঙ্গীয় ফোর্স।