নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০২ জুলাই ২০১৯:
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন
বোর্ড বাজার এলাকায় ভেজাল বিরধী অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (১ লা জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) এর নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক রিনা বেগম ওই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে যথাক্রমে ত্রিরত্ন গোস্ত বিতান কে ৫,০০০/- টাকা, জামান ষ্টোর কে ১,০০০/- টাকা, জয়লাল আবেদীন ষ্টোর কে ৩,০০০/- টাকা, শিশির ষ্টোর কে ১০,০০০/- টাকা এবং শরিফ মেডিকেল হল কে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময়
ভেজালবিরধী অভিজানে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।