নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০২ জুলাই ২০১৯:
সমাজকে আলোকিত করতে, সমাজের নানা ব্যাধি, সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল। “আলোর পথযাত্রী” নামক নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনটি সমাজকে সচেতন করতে প্রচারনার অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসনের তত্বাবধানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সম্প্রীতি প্রকল্পের অংশ হিসেবে নাটকটি পরিবেশিত হচ্ছে।
গত সোমবার রাতে নরসিংদী শিবপুর উপজেলা অডিটরিয়ামে নাটকটি মঞ্চস্ত হয়েছে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের ইন্টারেক্টিভ এই নাটকটি মঞ্চায়ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজ, আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল। এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় সহ¯্রাধিক দর্শক উপস্থিত থেকে নাটক উপভোগ করেন। সমাজের নানা অসঙ্গতি, উগ্রবাদ, ইভটিজিং, সন্ত্রাস আর মৌলবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে এই নাটকটি পরিবেশিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।