নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৩ জুলাই ২০১৯:
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে ফরিদা বেগম (২৭) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বুধবার (৩রা জুলাই) দুপুর ২ টা সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় তাকে।
ফরিদা বেগম লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশ বাড়ী গ্রামের আলাউদ্দিন ওরফে আলামিনের স্ত্রী এবং আমবাগ এলাকার হেকমত আলীর ভারাটিয়া।
কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার নরসিংদী প্রতিদিনকে জানান বুধবার ৩রা জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিলসহ ফরিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘ দিন যাবত কোনাবাড়ী আমবাগসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ।