নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,০৪ জুলাই ২০১৯: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমবাগ রোডের সামনেই কোনাবাড়ী ফ্লাইওভারের পিলার ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়। দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিললো।
ডান দিকে লেখা রয়েছে–আপনার অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান হতে পারে অন্য কারো প্রয়োজন। বাম দিকে লেখা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ দিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। কিন্তু গাজীপুর মহানগরীতে এমন উদ্যোগ এটিই প্রথম। দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালের নভেম্বরে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ নেওয়া হয়। এরপর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল এসসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে এমন উদ্যোগ নিতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এই মহৎ উদ্যোগটি নিয়েছেন গাজীপুর সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, মোঃ সোলায়মান হোসেন।