নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,০৪ জুলাই ২০১৯:
গাজীপুরে চিলাই নদী ও জলাভূমি দূষণের ফলে দুই শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
মোবাইল কোর্ট পরিচালনার সময় চত্বর, ছোটবাড়ী, জয়দেবপুর, গাজীপুর এলাকায় লেটেস্ট গার্মেন্ট লিমিটেড এর সিস্টার কনর্সান পিয়াকাশ ডিজাইন লিমিটেড কে তরল বর্জ্য ফেলে চিলাই নদী দূষনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারা ভঙ্গ করায় ১৫ ধারায় বর্ণিত টেবিলের ৬(গ) মোতাবেক ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ছয় (০৬) মাস কারাদন্ড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে জলাভূমি ও চিলাই নদী দূষনের দায়ে ২,০০,০০০(০২ লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ছয় (০৬) মাস কারাদন্ড প্রদানকরা হয়।