নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,০৪ জুলাই ২০১৯:
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শহরের লোকনাথ টেংকের পাড় মাঠে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সামাজিক বনবিভাগ আয়োজিত মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবু নাছের। মেলায় বিভিন্ন বৃক্ষের ৩৩টি স্টল দেওয়া হয়েছে।