লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ৫ জুলাই ২০১৯:
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫১০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। রায়পুরার নিলক্ষার চরপাড়া এলাকার মিতুল আল মিয়া ছেলে ইব্রাহিম মিয়া(১৯), ২। মাধবদীর গাজির গাঁও এলাকার সহিদুল মিয়ার ছেলে সফিকুল ইসলাম সফিক(২০), ৩। মাধবদীর ফুলতলার এলাকার মৃত আলি হোসেনের ছেলে রাজু হোসেন(১৯), ৪। একেই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২১) ও ৫। শিবপুর চান্দের টেক এলাকার সহিদুল মিয়া ছেলে জাহিদ মিয়া(২০)।
ছিনতাইকারী পাঁচ আসামী
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, নরসিংদীর পৌর শহরের নাগরিয়া কান্দির হাতেম মোল্লার মোড় থেকে দিন দুপুরে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ঐ এলাকায় অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় প্রথমে আমরা ২ জনকে গ্রেফতার করি পরে তাদের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকালে পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান নরসিংদীর পৌর শহরের নাগরিয়া কান্দির হাতেম মোল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এই ঘটনায় ৮ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করতে পেরেছি বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। এসময় ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫১০০ টাকাসহ ছিনতাই করা আরো ১,২৩,৫২০ টাকা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।