মো. সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন- শনিবার,০৬ জুলাই ২০১৯:
জাতীয় পার্টির চেয়ারম্যান ,জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় শুক্রবার(৫ জুলাই) বাদ জুম্মা নরসিংদী জেলার পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর এলাকার প্রায় অধিকাংশ মসজিদে জাতীয় পার্টির নেতৃবৃন্দের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পার্টির নেতৃবৃন্দ জুম্মার নামাজের পূর্বে ঘোড়াশাল উত্তর চরপাড়া বায়তুল মামুর জামে মসজিদ, পলাশ উপজেলা পরিষদ জামে মসজিদ,পলাশ মোড় জামে মসজিদ,পলাশ বাগপাড়া জামে মসজিদ, টেংগরপাড়া জামে মসজিদ, চামরাব জামে মসজিদ, চরসিন্দুর চলনা জামে মসজিদ, পলাশ বালুচরপাড়া জামে মসজিদ, ডাংগা জামে মসজিদ, মেহেরপাড়া জামে মসজিদ, পাঁচদোনা জামে মসজিদ, আমদিয়া জামে মসজিদ, ভাটপাড়া জামে মসজিদ, জিনারদীর চরণগরদী জামে মসজিদসহ প্রায় ৫১টি মসজিদে অবস্থান নেয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম -যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন,ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান জয়,পলাশ উপজেলা জাপার আহব্বায়ক জাকির হোসেন মৃধা,পৌর জাপার সভাপতি নিজাম উদ্দিন , সাধারণ সম্পাদক ছাত্তার খন্দকার ,মঞ্জুর হোসেন খান ,মোমেন মিয়া ,সিরাজুল ইসলাম ,হুমায়ুন কবির মুকুল ,আলতাফ হোসেন ,ছাত্রনেতা আলামিন প্রমুখ।