মোঃ সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ৭ জুলাই ২০১৯:
নরসিংদীর পলাশ উপজলোর ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল ইসলামের মাতা মোমেনা খাতুন (৭৫) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
আজ (৭ জুলাই) রবিবার রাত ১টা ১৫ মিনিটে ঘোড়াশাল পৌর শহরের ভাগদী গ্রামে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মোমেনা খাতুন ৬ ছেলে ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে ভাগদী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে বাদ যোহর মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক,পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি মনির হোসেন, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম নবাব, মোঃ বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম রুমেল রুমেল, আব্দুর রফিক ভূঁইয়া, সাবেক কাউন্সিল নুর মোহাম্মদ, ভাগদী শাহী জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন আহমেদ, ঘোড়াশাল পৌর এলাকা ও উপজেলা আওয়ামীলীগ – বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।