নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,৮ জুলাই ২০১৯:
ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে এবং সাভার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় নকল, ভেজাল, ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে শতাধিক কেমিষ্ট নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় সাভার ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ ফখরুল ইসলাম।
সভা শেষে সাভারের বিভিন্ন এলাকার ঔষধের দোকান গিয়ে কেমিস্টদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। ঔষধ প্রসাশনের কর্মকর্তারা জানান, এ ধরনের জনসচেতনতামূলক ও ভেজাল বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।