নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,৯ জুলাই ২০১৯:
নরসিংদীর মাধবদীতে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন ছাত্রলীগের কর্মীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাধবদী শহর ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ (২৮), সে পৌর শহরের বিরামপুর এলাকার রফিকুল ইসলামে ছেলে। এ ঘটনায় একই এলাকার আব্দুল বাতেন এর ছেলে আরিফ হাসান (২২), ইউসুফ মিয়ার ছেলে আওলাদ হোসেন(২১) আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শেখ রাছেল শিশু কিশোর পরিষদের মাধবদী শহর শাখার সভাপতি রেদওয়ার সরকার (১৯) আহত হয়েছেন। তারা সকলেই ছাত্রলীগ কর্মী বলে জানান নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া।
আহতদের দেখতে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান, মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক ও শহর আওয়ামী লাগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র প্রেসিডেন্ট ও নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন শিশির, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবদী শহর আওয়ামী লীগের আয়োজনের বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রহমত উল্লাহ উপর অর্তকিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রহমত উল্লাহসহ চারজন আহত হয়,পরে তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
স্থানীয় হাসপাতালের চিকিসৎক ডাক্তার ছানা উজ্জামান নরসিংদী প্রতিদিনকে বলেন,একজনকে প্রথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। এর মাঝে রহমত উল্লাহর মাথায় ৫টি, বাকি দুজনের মাথায় ৪টি করে সেলাই দেয়া হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত রহমত উল্লাহ নরসিংদী প্রতিদিনকে জানান, মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশনের ভিতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু উসৃঙ্খল ছেলারা বিশৃঙ্খলা সৃষ্ঠি করছে এতে তাদের স্টেজের সামনে থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। পরে তারা চলে যায় কিছুক্ষণ পর পরিকল্পিত ভাবে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে এসে আওলাদ,আরিফ,রেদওয়ান আহত হয়।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসাক খলিল বাবু নরসিংদী প্রতিদিনকে জানান, মাধবদীতে দলীয় প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠানে দুর্বৃত্তরা হামলা করে তিন ছাত্রলীগ কর্মীকে জখম করেছে, এটা দুখঃজনক। এ বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, ছাত্রলীগের উপর হামালার ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।