নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১২ জুলাই ২০১৯:
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ী থানাধীন আমবাগ তিতুলতলা এলাকা থেকে ১৫০০ পিচ ইয়াবাসহ বিল্লাল হোসেন ওরফে কামার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৭ টা সময় তাকে আমবাগ তেতুলতলা এলাকে থেকে গ্রেপ্তার করা হয়।
কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইকেল বনিক জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের সূত্র ধরে তাকে ১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সে দীর্ঘদিন যাবৎ কোনাবাড়ী থানাধীন এলাকাজুড়ে মাদক কেনা বেচা করে আসছিলো। তার পেশা কামাড়ের কাজকে হাতিয়ার বানিয়ে গোপনে মাদকের ব্যবসা করতো।
তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিল্লাল হোসেন ওরফে কামাড় জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বকশিগঞ্জ উত্তর বাজার এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।
সে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী আমবাগ তেতুলতলা এলাকার উকিলের বাড়ীর ভাড়াটিয়া।