স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১২ জুলাই ২০১৯:
ইতোমধ্যে চলতি বিশ্বকাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই দুটি দল এর আগে শিরোপার স্বাদ না পাওয়ায় ফাইনালে যে দলই জিতুক–ক্রিকেট বিশ্ব পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
ইংলিশদের স্মৃতিতে ভাসছে সেই ১৯৯২ সালের কথা। গুনে গুনে ২৭ বছর। সবশেষ সেবারই বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো ইংল্যান্ড। মোট তিন বার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও চ্যাম্পিয়নের ট্রফিটা ঘরে তুলতে পারেনি ক্রিকেটের জনকরা। ঘরের মাটিতে এবার তাই বড় সুযোগ ইংলিশদের।
রবিবার (১৪ জুলাই) লর্ডসে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন পর্যন্ত একবারই ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সবশেষ ২০১৫ সালের আসরে অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা স্বপ্ন চুরমার হয়েছিল কিউইদের। এবার তাই প্রথম শিরোপা জয়ের সুযোগ তাদের সামনেও।
বিশ্বকাপের চ্যাম্পিয়নরা:
১৯৭৫- ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯- ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩- ভারত
১৯৮৭- অস্ট্রেলিয়া
১৯৯২- পাকিস্তান
১৯৯৬- শ্রীলঙ্কা
১৯৯৯- অস্ট্রেলিয়া
২০০৩- অস্ট্রেলিয়া
২০০৭- অস্ট্রেলিয়া
২০১১- ভারত
২০১৫- অস্ট্রেলিয়া
২০১৯- ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ড