নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ১৫ জুলাই ২০১৯:
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইন জোসনা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ৮ সময় নান্দুয়াইল এলাকায় নিরিবিলি হোটেলের সামনে ওই দূর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সমীর চন্দ্র সূত্রধর নরসিংদী প্রতিদিনকে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইল এলাকায় নিরিবিলি হোটেলের সামনে ময়মনসিংহগামী দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় পিকআপের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।