নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন- বুধবার, ১৭ জুলাই ২০১৯:
শিল্প বিনিয়োগের জন্য বা স্থাপনের জন্য কোনো কৃষিজমি নষ্ট করতে দেয়া হবে না জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প-কারখানা সরানো হবে। মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শিল্পমন্ত্রী আরও বলেন, কৃষিজমি বা যত্রতত্রভাবে শিল্প-কারখানা করা যাবে না। বিষয়টি আমাদের আইনেই আছে। আমাদের বিসিক(বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) শিল্প নগরী আছে। সেখানে বস্ত্র-মিলসহ অনেক শিল্প কারখানা রয়েছে। তবে কৃষি জমিও নষ্ট করে যত্রতত্র শিল্প-কারখানা করতে দেয়া হবে না।
তিনি বলেন, আমরা শিল্প এলাকাগুলো পরিকল্পিতভাবেই করছি। কৃষিজমিতে কোনো শিল্প এলাকা হচ্ছে না। আপনারা জানেন আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিকল্পিতভাবে শিল্প পার্ক করছি। এসব পরিকল্পিত শিল্প এলাকাগুলো অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে।