নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন- বুধবার, ১৭ জুলাই ২০১৯: বরাবরেরমতই সাফল্যের ধারাবাহিকতা অব্যহত রেখেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সারা দেশে তাক লাগিয়েছে প্রতিষ্ঠানটি। এবছর ৯৩৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৩৮জনই পাশ করেছে। এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ৫৭০জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখায় ৫০৪, ব্যবসা শিক্ষায় ২৩৬ এবং মানবিক শাখায় ১৯৯জন শিক্ষার্থী অংশ নেয়। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই গৌরবের সাথে সারা দেশে তাক লাগানো ফলাফল করে আসছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
এছাড়াও এবছর নরসিংদীর সরকারী ও বে-সরকারী কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। এর মাঝে নরসিংদী মডেল কলেজে ৫২৬ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে ও জিপিএ পাঁচ পেয়েছে ৪৪ শিক্ষার্থী।