1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আফগানদের বিপক্ষে কাল মাঠে নামবে রুবেল-সাব্বিররা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ১১৫ পাঠক

স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
বুধবার (১৭ জুলাই) থেকে শুরু হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন। তবে সে অনুশীলনে থাকছেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য রুবেল হোসেন। তিনি ছাড়াও অনুপস্থিত থাকবেন সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন।

অনুশীলন চলাকালে এই চার ক্রিকেটার থাকবেন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন তারা।

শুক্রবার (১৯ জুলাই) জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে অংশ নেবেন এই চার ক্রিকেটার। সেখান থেকে শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন।

বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল, সাব্বির ও মিঠুন। এছাড়া প্রায় এক বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল। তাই খেলার মধ্যে রাখার চিন্তা নিয়েই তাদের ‘এ’ দলে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।

প্রথম ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল: এনামুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী, ফজলে মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, মেহেদি হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি।



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD