নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯:
‘সাহিত্য ও সামাজিক কাজের বন্ধনে মিশে থাকবো এগারজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম এগারজন মাধবদী বিশ্ববিদ্যায় কলেজ কমিটির যাত্রা শুরু করেছে। গত মঙ্গলবার (১৬ জুলাই) অত্র কলেজের হিসাব বিজ্ঞাণ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ “মন বসে না পড়ার টেবিলে”র এডমিন আহমাদুর রহমান সোহাগকে সভাপতি ও সাহাদাত হোসেন সাদ্দামকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শরিফ আহমেদ ও কাউছার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অভি, কোষাধ্যক্ষ রনি সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ফারিয়া শিমু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক ফারহান আরিফ, সাহিত্য বিষয়ক সম্পাদক হৃদয় সরকার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ইয়ানুর, ইলিয়াছ, অমিত, রাফসান, শিমুল দেবনাথ, সুমন, মাছুম, রাকিন, তারেক ও কারিমা আক্তার।
কমিটি গঠনকালে এগারজন’র মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আহমাদুর রহমান সোহাগ বলেন, দেশ/বিদেশে দৈনিক খোলা কাগজ পত্রিকা পাঠকদের চাহিদা পূরণ করতে ব্যপক ভূমিকা রেখে চলছে। এর পাঠক ফোরাম এগারজনও ভিবিন্ন সামাজিক কাজে ভূয়সী প্রশংসায় ভূষিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় মাধবদীতেও যাত্রা শুরু করেছে এগারজন’র নবযাত্রা। এ কমিটির সবাই পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকান্ডের অংশীদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
..
খন্দকার শাহিন,সমন্বয়ক
এগারজন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ।