শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯: নরসিংদী শিবপুরে অনুমোদন বিহীন ওষুধ ও শিশুখাদ্য ধ্বংস করছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ জুলাই বুধবার বিকেলে শিবপুর পৌরবাজারের মেসার্স জনপ্রিয় ফার্মাসী ও মেসার্স মা ফার্মাসীতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ওষুধ ও শিশুখাদ্য (গুঁরু দুধ)জব্দ এবং ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ওষুধ বিক্রি ও শিশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর। এসময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার হুমাইরা আফরোজ।
ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর।