নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯:
প্রায় দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটির লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর বেলা দেড়টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কুলাউড়া রেল স্টেশনের কাছে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ জানান, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটির লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর বেলা দেড়টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জের শমশেরনগর স্টেশন সূত্র অনুযায়ী, শুক্রবার কিছুটা বিলম্বে সিলেট থেকে ছেড়ে আসে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্ট (কয়েকটি রেলপথের সংযোগস্থল) এলাকায় জয়ন্তিকা ট্রেনটির যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়।