নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আক্তার (২৯) নামের আড়াইহাজার থানার এক যুবক নিহত হয়েছেন। নিহত আক্তার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানি গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের ছোট ভাই কাউছার জানান, ৭ বছর ধরে আক্তার মালয়েশিয়ায় একটি দোকানে কাজ করেন। এক মাস আগে ছুটি কাটিয়ে আবারও মালয়েশিয়ায় যান তিনি।
তিনি কুয়ালালামপুর শহরের পাশে ছিরিভামভাং নামক স্থানে থাকতেন। বৃহস্পতিবার বাংলাদেশের সময় ১টার দিকে তার বাসা থেকে মোটরসাইকেলে কুয়ালালামপুর শহরে দোকানে যাচ্ছিলেন। পথে তিনি দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।
অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা ওকাপ এর ফিল্ড অফিসার মো. আমিনুল হক বলেন, তার মরদেহ কবে দেশে আসবে তা শুক্রবার জানা যাবে।
তার এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।