নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১)। শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার পাগনার হাওরে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা পাল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয়াঙ্কা জানান, সকালে ভারি বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বাড়িয়ে নিয়ে আসে।