লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
শনিবার ২০ জুলাই ২০১৯:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অর্জিত ধারাবাহিক সাফল্য নিয়ে আনন্দ উৎসব উদযাপন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে তাদের সাফল্যের জন্য আনন্দ উৎসব উদযাপন করেন। এতে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।
জিপিএ ৫ পাওয়া ইসরাত শারমিন নামের এক শিক্ষার্থী জানান, কলেজের সকল শিক্ষকই সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের যত্ন নিয়েছেন, তাই আমাদের ফলাফল ধারাবাহিকভাবেই এতো ভালো হয়েছে। এভাবে ভালো ফলাফল হতে থাকলে একসময় আমাদের কলেজটি দেশের সেরা কলেজ হয়ে যাবে।
অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের লেখাপড়া ছাড়াও খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি বিষয়ে ভূমিকা রাখি। ৬০ শতাংশ আবাসিক শিক্ষার্থীর পরিপূর্ণ যত্ন নেওয়ার পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও গাইড টিচারের মাধ্যমে পরিচর্যা করি। এরকম একঝাঁক তরুণ মেধাবী শিক্ষকের সকাল থেকে মধ্যরাত অবধি নিরন্তর পরিশ্রমে এই ধারাবাহিক সাফল্য এসেছে। আমাদের বিশ্বাস, সারাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর ফলাফলের তালিকায় আমরা প্রথম সারিতে থাকবো। এই কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।
কলেজটির প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা জানান, শুধুমাত্র সার্টিফিকেটধারী না করে কলেজটির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে এক একটি সম্পদে পরিণত করতে চাই আমরা। টেকসই শিক্ষা প্রদানের মাধ্যমে নৈতিকতাসমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি করতে পারলেই তো আমাদের দেশ সামনে এগিয়ে যাবে। বলতে ভালো লাগছে, বর্তমানে ৫৩টি জেলার শিক্ষার্থী আছে আমাদের কলেজে। এই প্রতিষ্ঠানটি দেশসেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠা পেতে যা যা করা দরকার, আমি তাই করবো।