নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,২২ জুলাই ২০১৯:
নরসিংদীতে এবার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে শরীরে পেট্রল ঢেলে আগুন দিলো বড় ভাই মাহবুব (৩০)। সোমবার ২২ (জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বুধিয়ামাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ। মাহবুবের পিতার নাম জামাল সরকার। এ ঘটনায় তার ছোট ছেলে মামুন সরকার (১৭) এর শরীরের আগুন নিবাতে এসে মেজো ছেলে মাসুদ সরকার (২০) আহত হয়েছে। অভিযুক্ত তার বড় ছেলে আগুন দেওয়ার পর পালিয়ে গেছে বলে জানান অগ্নিদগ্ধের স্বজনরা। তারা আরো জানান এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকেই নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তাদের দুই ভাইয়ের মধ্যে মামুনের শরীরের ৩০ ভাগ ঝলসে গিয়েছে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভাইয়ের শরীরের আগুন নিবাতে এসে আহত হয়েছে মাসুদ তার শরীরও ঝলসে গিয়েছে তবে সে এখন শঙ্কামুক্ত।
নরসিংদী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান নরসিংদী প্রতিদিনকে জানান, এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেইসাথে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।