নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,২২ জুলাই ২০১৯: গাজীপুরের বাসন থানাধীন তিন মিষ্টির দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার। সোমবার(২২ জুলাই) সকাল ১১টায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষর অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যেগে সোমবার গাজীপুর নগরের বাসন থানাধীন কড্ডা ও ইটাহাটা এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
এ সময় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং বিক্রয় করার অপরাধে ইসলামিয়া হক মিষ্টান্ন ভান্ডারকে ২০,০০০ টাকা দিপ্তি সুইটসকে ২০,০০০ টাকা ও রসের মিষ্টিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিনা বেগম। অভিযানে গাজীপুর মহানগর পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যহত থাকবে জানিয়েছেন ভোক্তা অধিকার।