লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
সোমবার ২২ জুলাই ২০১৯:
ছেলে ধরা সন্দেহে নরসিংদীর আব্দুল্লাহ বাজারে এক মানসিক প্রতিবন্ধী মালেকা বানুকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসি। খবর পেয়ে শেখেরচর ফাঁড়ির পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
আজ সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মালেকা বানু নামে মানসিক প্রতিবন্ধী এক নারী বাজারের আশেপাশে ঘুরাফেরা করলে তাকে ছেলে ধরা সন্দেহ হলে এলাকাবাসি তাকে গণপিটুনি দেয়। এই সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনারস্থলে পুলিশ এসে আহত অবস্থায় ও নারীকে শেখেরচর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
শেখেরচর ফাঁড়ির ইনচার্জ তানভীন আহম্মেদ নরসিংদী প্রতিদিনকে জানান, ঘটনার সত্যতা যাচাই করে জানা যায় মালেকা বানু ছেলে ধরা নয়। সন্দেহ করে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে ঘটনারস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। তারপর নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম মালেকা বানু বাড়ি দিনাজপুরের বিরামপুর থানার ধানগড়া এলাকার। তার তথ্য অনুযায়ী স্থানীয় ইউপি সদস্য অহেদ মিয়া সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান সে একজন মানসিক প্রতিবন্ধী। বছরে দু’একবার এলাকায় আসে আবার চলে যায় দেশের বিভিন্ন এলাকায়।