নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৩ জুলাই ২০১৯:
পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগছে এমন মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য জনসচেতনতা বাড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানাধীন প্রত্যেক এলাকায় মাইকিং করেছে কাশিমপুর থানা পুলিশ। সোমবার (২২ জুলাই) সকাল থেকে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খাঁনের নিজ দায়িত্বে পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগছে এমন মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য কাশিমপুর থানাধীন প্রত্যেক এলাকার মানুষের মাঝে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করছেন।
তিনি আরো বলেন, মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি তেমন কোন অচেনা কারো গতিবিধি সন্দেহ জনক বা ছেলে ধরা মনে হয় তাহলে কোন প্রকার উত্তেজিত পরিস্থিতির ঘটনা না ঘটিয়ে বা মার পিট করে আইন নিজ হাতে তুলে নিবেন না। বরং সাথে সাথে পুলিশকে জানানোর জন্য তিনি আহ্বান করেন।