মোখলেছুর রহমান, গাজীপুরে থেকে | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ২৪ জুলাই ২০১৯: গাজীপুর নগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকা থেকে সোহাগ (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১টায় মাদক বিরোধীর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৪ পিচ ফেনসিডিল উদ্ধার করে। সোহাগ বি-বাড়িয়া জেলার নবীগর থানার সলিমগঞ্জ বাজার এলাকার ওহিদ মিয়ার ছেলে। সে জরুন পেয়ারা বাগান এলাকার কাফা পালোয়ানের বাড়ীর ভাড়াটিয়া বলে নরসিংদী প্রতিদিনকে জানান পুলিশ।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, কোনাবাড়ী থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা, উপ-সহকারী পুলিশ পরিদর্শক এএসআই জসিম, শাহ পরানসহ সঙ্গীয় ফোর্স।
এসআই তাপস কুমার ওঝা নরসিংদী প্রতিদিনকে বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) রাতা ১১ টা সময় মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৪৪ পিচ ফেনসিডিলসহ আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত জরুন এলাকার আশে পাশে মাদক ব্যবসা করে আসছিলো। তিনি আরো বলেন, বুধবার (২৪ জুলাই) তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।