লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
বুধবার ২৪ জুলাই ২০১৯:
ছেলে ধরা সহ বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে নরসিংদী পুলিশ সুপার। আজ বুধবার সকালে পুলিশ সুপার সেমিনার রুমে বিভিন্ন গুজব প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিপিএম, পিপিএম বলেন,
নরসিংদী জেলাতে ছয়টি ঘটনার মধ্যে চার জন মানসিক প্রতিবন্ধী ছিল। মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন গুজব ছড়াছে অশুভ দুষ্ট চক্রটি। যারা এ ধরণের ঘটনা ঘটাবে তাদেরকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। ইতি মধ্যে আরোকটি গুজব ছড়িয়েছে সারা দেশে তিনদিন বিদ্যুৎ থাকবেনা। বিদ্যুৎ না থাকলে ছেলে ধরা কাজ সহজ হবে বলে সাধারণ মানুষের মনে আতংকের মধ্যে রয়েছে। জেলাবাসিকে বলছি আতংকিত না হয়বার জন্য। মানুষকে বিভ্রান্ত করার জন্য অশুভ দুষ্ট চক্রটি এসব করছে। গুজবে কান না দেওয়া আহ্বান জানান তিনি।