নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রূপালী ব্যাংকের ৫৭২ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ভূইয়া প্লাজায় অনলাইন ব্যাংকিং সুবিধা সম্বলিত নতুন এ শাখাটির উদ্বোধন করা হয়। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রুপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক (উত্তর) সঞ্চিয়া বিনতে আলী’র সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ এর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক (স্বতন্ত্র) আবদুল বাছেত খান, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী।
প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল র্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করনে রূপালী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তম সেবার নিশ্চয়তা ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে রূপালী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন মেটাতে ও সন্তষ্টি অর্জন করতে পারবে।