জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৭ জুলাই ২০১৯
গুজব, মাদক ও জঙ্গীবাদ বিরোধী গণ সচেতনতার লক্ষ্যে টেন মিনিটস স্পীচ এর উদ্যোগে গাবতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকেলে নরসিংদীর জামেয়া কাসেমিয়া গাবতলী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোটারী ক্লাব অব নরসিংদীর সাবেক প্রেসিডেন্ট রাসেল বিন হাসানাত এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নরসিংদী, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জাকির হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ড.আব্দুল মতিন, ডিসিসি,ডোপিং কন্ট্রোল বিভাগ, ফিফা ওয়াল্ড কাপ ২০১৮।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, এলাকার সমাজসেবক, ব্যবসায়ীসহ প্রমূখ।
এই সময় প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ে ছেলেধরা ও গলাকাটা গুজবে বেশ কয়েকজন নিরীহ মানুষ কে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।জনসাধারণ কে এ বিষয়ে সচেতন হতে হবে।পাড়া মহল্লায় ছেলেধরা সন্দেহে কাউকে আটক করলে সাথে সাথে নরসিংদী মডেল থানাকে জানাবে অথবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানাবে। আইন নিজ হাতে তুলে নেয়া থেকে বিরত থাকতে সকল কে অনুরোধ করেছেন।
উক্ত খেলায় নরসিংদী সিটি ক্লাব ৩-২ গোলের ব্যবধানে গাবতলী পুরান পাড়া ফুটবল এসোসিয়েশন কে পরাজিত করে।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।