নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৭ জুলাই ২০১৯:
বাংলাদেশের ষড়ঋতুতে নানা সৌন্দর্য ও বিচিত্রে এক বিস্ময়কর ঋতু, যা বর্ষা, যা পৃথিবীর আর কোথাও দৃশ্যমান নয়। আষাঢ় শ্রাবন জুড়েই এর স্তিতিকাল। ক্ষনে ক্ষনে মেঘের রং বদল, গুড়গুড় গর্জন, বৃস্টি, বন-বাগানে কদম-কেয়া, বর্ষাও নানান ফুলের হাসি। পূর্ণবর্ষায় অবিরাম বৃস্টিপাতে স্ফীত হয় বর্ষাও জলধারা। নদী ফিরে পায় যৌবন, ডুবে যায় মাঠ-ঘাট, বাড়িঘর প্রান্তর। সবুজ রঙ মেখে লাবন্যময় হয়ে ওঠে রুপসী বাংলাদেশ। আর এই রুপময় ঋতুরাজ বর্ষাকে বরণ করতে“আজ শ্রাবণের আমন্ত্রনে” এমন আহবানে বর্ষার গুনগান বন্দনা করে নরসিংদীতে বর্ষামঙ্গল বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় রবীন্দ্রসংঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার আয়োজনে নরসিংদী পৌর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন, সংগঠনটির সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, উপদেষ্টা বিনোদ বিহারী সাহা, সাধারণ সম্পাদক রায়হানা সরকার, ইতিহাসবিদ সরকার আবুল কালাম, পূরবী সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাতা বাদল বিশ্বাস, মুক্তধারা নাট্য স¤প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট প্রমুখ।
অনুষ্ঠানে রূপময় বর্ষার কথা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে সংগঠনটির ৪০ জন শিল্পী অংশ গ্রহণ করে। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে পরিবেশনা উপভোগ করেন পাঁচ শতাধিক দর্শক।