নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৭ জুলাই ২০১৯:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৫ তম জন্মদিন উপলক্ষ্যে নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক কর্মসূচী পালন করেছে। শনিবার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের মাধবদী পৌর কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় ও সিনিয়র সভাপতি শ্রীকান্ত দাস মানিকের সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সাধারন সম্পাদক বাবু রঞ্জন সাহা, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার, নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়া, মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া কমিশনার প্রমূখ।