নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৭ জুলাই ২০১৯:
নরসিংদীর শিবপুরে মাদক বিক্রেতাকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বংশিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় করার সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করেন শিবপুর মডেল থানার এসআই শামিনুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স। আটককৃত হলেন উপজেলার বংশিরদিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল এর ছেলে মো. ইব্রাহিম(২৬)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইব্রাহিম কে ১৮ পিস ইয়াবাহসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।