নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ২৮ জুলাই ২০১৯: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী পালন করেছে নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এ প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষ্যে শনিবার (২৭ জুলাই) সন্ধায় মাধবদীতে ম্যানচেষ্টার চত্বরে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ উৎসবে নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জাম ভূইয়ার সভাপতিত্বে, নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম সেলিম সিকু, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনিসুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক সোহেল প্রধান, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খান, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মো: মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক ডা: আলাল সহ সদর উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক) এমপির পক্ষ্যে সু-সংগঠিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাওয়ার আহবান জানান তারা।