সফুরউদ্দিন প্রভাত | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৯ জুলাই ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ জুলাই) বিকেলে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এ সমাবেশ ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হোলো সরকার, মেয়র সুন্দর আলী, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব সেলিম ওমরাহ খান, এসিল্যান্ড উজ্জল হোসেন প্রমুখ।